নোয়াখালী:“জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শুরু হতে যাচ্ছে।এ উপলক্ষ্যে নোয়াখালীতে ১২ লাখ ৬ হাজার ৬১৩ শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে। আগামী ১২ অক্টোবর ০৯ মাস থেকে ১৫ বছর বয়ে শিশুকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।ক্যাম্পেইন উপলক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকদের সাথে এক পরামর্শমূলক সভায় এসব তথ্য জানানো হয়।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি’র সভাপতিতে, পরামর্শমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর প্রতিনিধি ডা. হাসিব। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এমওসিএস, ডা. জান্নাতুল নাঈম কেয়া, মেডিকেল অফিসার ডা. যিশু দাশ, জুনিয়র শিক্ষা অফিসার, কামাল উদ্দিন, মেডিকেল...