লক্ষ্মীপুর:লক্ষ্মীপুরে সরকারের ইপিআই (Expanded Programme on Immunization) কর্মসূচির আওতায় টাইফয়েড প্রতিরোধে বড় টিকাদান অভিযান শুরু হচ্ছে। আগামী রোববার (১২ অক্টোবর) থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই কেন্দ্রগুলোতে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টিকা দেয়া হবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান বক্তব্য রাখেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়েসি শিক্ষার্থীকে তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত...