বর্তমানে দেশে উচ্চ সুদের হার ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে, ঋণের উচ্চ সুদের কারণে প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন মুদ্রানীতিতে সুদহার কমিয়ে এক অঙ্কে (সিঙ্গেল ডিজিটে) আনার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ ১৪ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে ঋণের সুদের হার ১৪ শতাংশেরও বেশি। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ থেকে ১১ শতাংশ মুনাফা করেন। ফলে এ ধরনের উচ্চ সুদের হার কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে টিকে থাকতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের...