জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদের ৫ দশমিক ২৯ বিঘা জমিসহ প্লট, ফ্ল্যাট জব্দ ও গাড়ি, সঞ্চয়পত্রসহ আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। হারুন অর রশিদের জব্দ হওয়া সম্পদগুলো, বরিশাল, গাজীপুর নারায়ণগঞ্জ জেলায়। এছাড়া দক্ষিণ কল্যাণপুরের ১১ তলার টাওয়ার ও ১টি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নিউ টাউনের ৩ কাঠার প্লট, ধানমন্ডিতে ৪ হাজার ২১৮ বর্গফুটের এক তলা ভবন জব্দ করা হয়েছে। জব্দ হওয়া সম্পদের মূল্য দেওয়া হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৪৫৮ টাকা। একটি গাড়ির মূল্য, একটি সঞ্চয়পত্র ও আটটি ব্যাংক ব্যাংক হিসাবে আছে, ২ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭৬ টাকা। দুদকের পক্ষে সহকারী...