বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুর-শিবপুর টাওয়ারসংলগ্ন এলাকায় নদী থেকে তার লাশ ভেসে ওঠে। নিহত ইব্রাহিম বাঞ্ছারামপুর ভুইয়া বাড়ির আমান উল্লাহ ভূইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি ইব্রাহিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটায় জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত...