কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২২ হাজার ৫৫ জন শিশু-কিশোর পাচ্ছেন টাইফয়েড টিকা। বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি উপস্থাপনকারী ডা. মারিয়া পারভীন। তিনি জানান, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলবে। প্রথম ১০ (দশ) দিনে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হবে। পরবর্তী ০৮ (আট) দিনে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকা দেওয়া হবে। এবছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা ১ লাখ ২২ হাজার ৫৫ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী ০৮ (আট) দিনে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির...