জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে রক্ষা করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জানা গেছে, ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাস থেকে চিলমারীকে রক্ষার জন্য ডানতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে নদের ডানতীর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তা ব্লক পিচিং করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে রমনা ইউনিয়নের জোড়গাছ হাট বাজার পর্যন্ত এলাকার কাজ কয়েক ধাপে সম্পন্ন করা হয়। ওই প্রকল্পে কয়েক দফায় ভাঙন দেখা দিলে জরুরি ভিত্তিতে তা মেরামত করা হয়। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেলে হঠাৎ নদের ডানতীর ঘেষে স্রোত সৃষ্টি হয়। এতে গত সোমবার রাতে কাচকোল সড়কটারী এলাকায় প্রকল্পের ব্লক পিচিংয়ে ভাঙন দেখা দেয়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ব্লক পিচিংয়ে ভাঙন দেখা দেওয়ায় নদী...