সাংবাদিক রফিকুল ইসলাম কালবীর উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধন ও সমাবেশে সাংবাদিকদের পাশাপাশি ছাত্র-জনতারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এক শ্রেণির অনৈতিক সাংবাদিকদের কারণে কুষ্টিয়ার প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কাছে সহযোগিতা না পাওয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার চেষ্টা বা আঘাত সত্ত্বেও ন্যায়বিচার ব্যাহত হচ্ছে। রফিকুল ইসলাম কালবীর উপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। বক্তারা অভিযোগ করেন, কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে সাংবাদিকদের উপর একের পর এক হামলা হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসী সাংবাদিকদের পক্ষ নিয়ে প্রকৃত সাংবাদিকদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করছেন। তারা বলেন, “কুষ্টিয়া মডেল থানা বর্তমানে...