বাম ও প্রগতিশীল ধারার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে প্রথম দফায় ১৪০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জোটের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, মঞ্চের শরিকরা তিন ধাপে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করা হলো। বাকি আসনগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। সূত্র জানায়, বুধবার (৮ অক্টোবর) রাতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের বৈঠকে ১০৮ জনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। পরে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবারের সংবাদ...