পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব শত শত কিলোমিটার, তবুও সেখান থেকে আমাদের গ্রহের কিছু বিশেষ স্থান স্পষ্টভাবে দেখা যায়। এই দৃশ্যগুলো নিঃসন্দেহে এক স্বপ্নের মতো। মহাকাশচারীদের দাবি ও পর্যবেক্ষণে পৃথিবীর বেশ কয়েকটি জায়গা এই উচ্চতা থেকে দৃশ্যমান। পৃথিবী ও মহাকাশের মধ্যবর্তী কাল্পনিক সীমানাকে কারম্যান লাইন বলা হয়, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উপরে অবস্থিত। এই উচ্চতা থেকে পৃথিবীর নিম্নলিখিত স্থানগুলো দৃশ্যমান: বিংহাম ক্যানিয়ন মাইন বা বিংহাম কপার মাইন হলো সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এটিকে বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট খনি হিসেবে বিবেচনা করা হয়। এই খনিতে মূলত তামা উৎপাদিত হয় এবং এর বিশাল আকারের জন্য মহাকাশচারীরাও এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। মহাকাশ থেকে চীনের থ্রি গর্জেস ড্যাম পরিষ্কারভাবে দেখা যায়। এটি বিশ্বের বৃহত্তম বাঁধ এবং চীনের...