ফেইসবুক, গুগল, স্ন্যাপচ্যাট, টিকটকসহ বেশ কয়েকটি সামাজিক যোগযোগ মাধ্যমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিউ ইয়র্ক সিটি। শহরটির অভিযোগ, এসব অনলাইন প্লাটফর্ম শিশুদের এমনভাবে আসক্ত করছে যে তা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে ও এক ধরনের মানসিক সংকট তৈরি করছে। বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলার ৩২৭ পৃষ্ঠার বর্ণনায় ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা, গুগল ও ইউটিউবের মালিক অ্যালফাবেট, স্ন্যাপচ্যাটের মালিক স্ন্যাপ ও টিকটকের মালিক বাইটড্যান্সের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে নিউ ইয়র্ক। মামলায় অভিযুক্ত এসব প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে জনস্বার্থে গুরুতর অবহেলা ও ক্ষতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ শহরটি। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের আরও অনেক শহর, ডিস্ট্রিক্ট স্কুল ও ব্যক্তিদের সঙ্গে যুক্ত হয়ে প্রায় দুই হাজার ৫০টি একই ধরনের মামলায় অংশগ্রহণ করেছে নিউ ইয়র্ক, যা ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরের ফেডারেল...