নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC)-এর দেওয়া একটি যৌথ বিবৃতিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির মতে, ওই বিবৃতি ‘স্পষ্টভাবে হস্তক্ষেপমূলক’ এবং এটি ইরানের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চা। এই ঘটনার জেরে তেহরানে নিযুক্ত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান সরকার। কূটনৈতিক এই পদক্ষেপের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, তাদের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক সার্বভৌমত্ব প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত ইইউ-জিসিসি শীর্ষ সম্মেলনে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত গ্রেটার টম্ব, লেসার টম্ব ও আবু মুসা দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত মন্তব্য উঠে আসে যৌথ বিবৃতিতে। এই তিনটি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এই বিবৃতির কড়া সমালোচনা করে বলেন,“এই দ্বীপগুলো ইরানের...