ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিও প্রদেশের মার্কহামের করনেল এলাকায়। ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব হ্যারিসন ফকলনার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করে লেখেন- অন্টারিওর মার্কহামে ‘ট্রিক অর স্টিল’ দেখা গেছে। কী চলছে এখানে?প্রায় সঙ্গে সঙ্গেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির লাখ লাখ ভিউ হয়। আর কমেন্টও পড়ে কয়েক হাজার। ওই নারীর পোশাক দেখে তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে হয়েছে। কেউ কেউ বিষয়টিকে মজার হিসেবে দেখলেও অনেকে অভিযোগ করেছেন, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়াচ্ছেন কিছু ব্যবহারকারী।জর্ডানের হাতে মার্কিন অস্ত্র, কী হতে যাচ্ছে সেখানে?বিস্তারিত দেখুন ভিডিওতে... প্রায় সঙ্গে সঙ্গেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির লাখ লাখ...