নিজস্ব প্রতিবেদক : বিয়ে—মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ও বরকতময় অধ্যায়। এটি শুধু পারিবারিক বন্ধন নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইবাদতও বটে। ইসলাম ধর্মে বিয়েকে এমন এক পথ হিসেবে গণ্য করা হয়, যা মানুষকে শালীনতা, আত্মসংযম ও আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়। হাদিস শরিফে নবী করিম (সা.) বলেন:“হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। কেননা, এটি চোখকে নিচু রাখে ও লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে, কারণ তা তার যৌবনের খায়েশ দমন করবে।” (বুখারি: ৫০৬৫, মুসলিম: ১৪০০) এই হাদিস থেকে বোঝা যায়, বিয়ের জন্য নির্দিষ্ট কোনো দিন বা সময় নির্ধারিত না থাকলেও সামর্থ্য থাকলে দ্রুত বিয়ে করাই উত্তম। বর্তমান সময়ে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া সহজ নয়। এ কারণে ইসলামে বিয়ের আগে পাত্র বা...