টালিউডের আভিজাত্যপূর্ণ নায়িকাদের ভিড়ে তৃণা সাহার সৌন্দর্য যেন সবসময় একটু আলাদা ছাপ ফেলে। তিনি কেবল প্রচলিত সংজ্ঞার সুন্দরী নন, বরং প্রতিটি লুকেই তৈরি করেন ভিন্ন মাত্রার আকর্ষণ। এবার তাকে দেখা গেল একেবারে নতুন রূপে-পুকুরের জলে নেমে সাদা শাড়িতে মোহ ছড়াতে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সরু সোনালি পাড়ের সাদা সুতি শাড়ি আর তার সঙ্গে মানানসই স্লিভলেস ছোট ব্লাউজ যেন তার আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। কুচলা তলের জলরাশি বরং হয়ে উঠেছে তার লুকের পটভূমি, যেখানে তৃণার সৌন্দর্যই ভেসে বেড়াচ্ছে। মায়াময় সাজে চোখে হালকা কাজল-মাসকারা, ঠোঁটে ন্যুড শেড, কপালে ছোট্ট কালো টিপ-এই সহজ অথচ আকর্ষণীয় রূপেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।...