পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী আহাদ রাজা মীর আসছেন বাংলাদেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।” সঙ্গে দিয়েছেন বাংলাদেশের পতাকার প্রতীক। তবে তিনি কবে, কোন উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন— সে বিষয়ে কিছু জানাননি। বাংলাদেশে পাকিস্তানি ধারাবাহিক নাটকের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বহুদিন ধরেই পরিচিত মুখ। বিশেষ করে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক এহদে ওয়াফা দেশে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে। ২০১৭ সালে রোমান্টিক ধারাবাহিক ইয়াকিন কা সাফর এ অভিনয় করে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন এবং ওই চরিত্রের জন্য সেরা অভিনয়শিল্পীর সম্মান পান। তার আরও জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে আঙ্গান, ইয়ে দিল মের ও মীম সে মহব্বত। এছাড়া তিনি অভিনয় করেছেন ধূপ কি দেওয়ার নামের ধারাবাহিকতেও। দেশের বাইরেও তিনি নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। তিনি অভিনয়...