প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সিআইডি সূত্রে জানা গেছে। জসীম উদ্দিন খান জানান, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় এরই মধ্যে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত তৎপরতায় ৪৮ ঘণ্টারও কম সময়ে ঘটনার রহস্য উদঘাটন করে। ৪ অক্টোবর ডিএমপির সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, ডাকাতরা ওই রাতে ধীরাশ্রম এলাকার মো. আব্দুল সোবহানের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়। তারা স্বর্ণালংকার, নগদ...