পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে ঋষভ শেঠি নির্মিত ও অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’। মাত্র সাত দিনেই ৪৫০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। দক্ষিণের পাশাপাশি হিন্দি অঞ্চলের বক্স অফিসেও অব্যাহত ‘কান্তারা চ্যাপ্টার ১’র সাফল্য যাত্রা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমার মতো এক্ষেত্রেও দর্শক, চলচ্চিত্র সমালোচকরা ঋষভের ভূয়সী প্রশংসা করেছেন। দলে দলে প্রেক্ষাগৃহ আসছেন চলচ্চিত্রপ্রেমীরা। তবে ব্যবসার অংকে বিশ্বেজুড়ে সাফল্য যাত্রা চললেও ‘কান্তারা চ্যাপ্টার ১’ দেখে ক্ষুব্ধ হয়েছেন দৈব উপাসকরা। সম্প্রতি কর্ণাটকের এক মন্দিরে তারা ব্যাপক মানুষের জমায়েত করে প্রতিবাদ জানিয়েছেন। এখন চলছে বিক্ষোভ। দৈব উপাসকদের অভিযোগ, কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা করছে ঋষভ শেঠি নির্মিত তথা অভিনীত এ সিনেমা। জানা গেছে, ‘কান্তারা’র বিরুদ্ধে ‘সাংস্কৃতিক দূষণে’র অভিযোগ তুলে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল তুলুনাড়ুতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সিনেমায় দৈব উপাসক কিংবা দৈব...