০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম আন্তর্জাতিক র্যাংকিং সিস্টেম Times Higher Education (THE) 2026 র্যাংকিং-এ গবেষণার মান সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬ তম স্থান অর্জন করেছে। এ বছরের মার্চ মাসে প্রথমবারের মত সংশ্লিষ্ট কমিটি এ র্যাংকিং সিস্টেম জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে। সংস্থাটি গবেষণার মান ও পরিবেশ, শিক্ষকতার মান, ইন্ডাস্ট্রি থেকে আয় ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি এ পাঁচটি প্রধান সূচক বিবেচনা করেছে। যেখানে দেশের পাবলিক ও বেসরকারীসহ ১৯ টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে। ২০২৬ সালের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম (১০ তম) ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি সূচকে সপ্তম (৭ম) স্থান অর্জন করেছে । প্রায় সপ্তাহকাল ছুটি শেষে মঙ্গলবার প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর...