বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ। সাদা বলের দুই সিরিজের জন্য ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা। শাই হোপকে অধিনায়ক করে দল দিয়েছে দেশটি। বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ ওয়ানডের। ১৮, ২১ ও ২৩ অক্টোবর খেলা মিরপুরে। ওয়ানডে শেষে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ হবে ২৯, ২৯ ও ৩১ অক্টোবর, চট্টগ্রামে। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেছেন, ‘স্কোয়াড জয়ের মানসিকতা বজায় রাখতে পারলে দীর্ঘমেয়াদে সফলতার জন্য কাজে দেবে। ২০২৭ বিশ্বকাপের জন্য যা জরুরি। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের মুখোমুখি হওয়া আরেকটি সুযোগ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য, গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করার জন্য।’ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির...