যুদ্ধবিধ্বস্ত গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তবুও সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে থেমে নেই। অন্ধকার রাস্তায়, গায়ে ‘প্রেস’ (Press) লেখা জ্যাকেট পরে তারা মাইকে ঘোষণা করছেন, “যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে।” এই ঘোষণার সাথে সাথেই গাজার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। গত দুই বছরে গাজায় যে বিপর্যয় ঘটেছে, তার সঙ্গে বিশ্বজুড়ে মানুষও সংহতি প্রকাশ করেছে। নিউইয়র্ক, মেক্সিকো সিটি, লন্ডন, রোম এবং প্যারিসের মতো বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার এবং শান্তির দাবিতে রাস্তায় নেমেছে। তবে, যুদ্ধবিরতি কার্যকর হলেও সব এলাকায় এখনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর...