প্রস্রাবে ফেনা দেখা অনেকের কাছেই সাধারণ একটি ঘটনা মনে হলেও, বিশেষজ্ঞদের মতে এটি কিডনি রোগের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে। চিকিৎসকরা সতর্ক করেছেন, যদি প্রস্রাবে ফেনা বারবার দেখা যায় বা দীর্ঘস্থায়ী হয়, তবে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের গতি বা প্রবাহ দ্রুত হলে অনেক সময় বাতাসের বুদবুদের কারণে সাময়িকভাবে ফেনা তৈরি হতে পারে। তবে প্রতিবারই যদি প্রস্রাবে ফেনা দেখা যায় বা তা মিলিয়ে যেতে সময় লাগে, তাহলে এটি শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের ব্যাখ্যায়, প্রস্রাবে ফেনা দেখা দেওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে— ১. জলের ঘাটতি (Dehydration): শরীরে পর্যাপ্ত পানি না থাকলে প্রস্রাব ঘন হয়ে যায়, এতে বর্জ্য পদার্থের ঘনত্ব বেড়ে ফেনা তৈরি হতে পারে।২. প্রোটিনিউরিয়া (Proteinuria): কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন প্রস্রাবে...