বুধবার ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে তীব্র যানজটে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একপর্যায়ে গাড়ি থেকে নেমে তিনি মোটরসাইকেলে ওঠেন। তবে সেই মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) 'উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট' শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সহকারী প্রেস সচিব আজ সকালে এই পোস্টটি শেয়ার করেছেন। পোস্টে ফাওজুল কবির খান লিখেন, সরাইলের পথে যানজটে সাত-আট কিলোমিটার রাস্তায় এক ঘণ্টা আটকে থাকার পর তিনি প্রথমে হেঁটে ও পরে মোটরসাইকেলে রওনা হন। মোটরসাইকেল খুঁজতে গিয়ে দেখা যায় চালক কিংবা যাত্রী কারওই হেলমেট নাই। আট-দশটা মটরবাইক খুঁজে একটিমাত্র হেলমেট পাওয়া যায়। অনেক...