বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার সকাল ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় হাই কমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ কয়েকজন প্রতিনিধি। জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে তাদের কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়েছে...