রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪৭)। দীর্ঘ সাত মাস ধরে নিখোঁজ থাকার পর বুধবার (৮ অক্টোবর) বিকেলে তার মৃত্যুর খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় পরিবারকে। এ খবরে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবারটি। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”আরো পড়ুন:ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৫কিয়েভে আবারো ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া: মেয়র পরিবারের সদস্যরা জানান, নজরুল ২০২০ সালে চাকরি থেকে অবসরে যান। এরপর থেকে তিনি বাড়িতে থাকতেন। কিছু দিন পর রাজবাড়ীর শ্রীপুর বাজারে মুদি ব্যবসা শুরু করেন। একসময় ব্যবসায় বড় লোকসান হওয়ায় আর্থিক সংকটে পড়েন। স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় শপিং মলে নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখান। এ...