ঢাকা: হঠাৎ মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার জন্য নতুন একটি আইন পাসের পরিকল্পনা করছে ইতালি। দেশটির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’ এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছে। পলিটিকোর বরাত দিয়ে বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।প্রতিবেদন অনুযায়ী, নতুন এ পদক্ষেপকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে ব্যাখ্যা করছে ‘ব্রাদার্স অব ইতালি’।প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটি প্রস্তাবিত বিলটি আইন হিসেবে পাস হয়ে গেলে দোকান, বিদ্যালয়, অফিসসহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ হবে। এ আইন লঙ্ঘনকারীদেরকে ৩০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত (প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা গুনতে হতে পারে।বিলের অন্যতম প্রস্তাবক ও আইনপ্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো বুধবার তার ফেসবুক পোস্টে বলেন,...