জুলাই আন্দোলন চলার সময় বিভিন্ন স্থাপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় আগুন দেওয়া হয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন স্থাপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় আগুন দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার সাক্ষ্য গ্রহণ করে। আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে এবং গত বছরের ৫ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বিস্তারিত তুলে ধরেন আদালতে। এর আগে গত ৫ অক্টোবর পর্যন্ত ৯ দিনে এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আদালতে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আসামি ৮ জন। এর মধ্যে গ্রেপ্তার থাকা...