নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস (০৯ অক্টোবর) শেয়ারবাজারে পতন আরও ঘনীভূত হয়েছে। টানা দরপতনের ধারায় আজও ঢাকার শেয়ারবাজারে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্টের বেশি কমে গেছে। দিনের শেষে লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯২টির, বেড়েছে মাত্র ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি। লেনদেনের পরিমাণেও বড় ধস দেখা গেছে—আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা কম। যেখানে সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৮ কোটি ৪০ লাখ টাকার। বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাজারে অস্বাভাবিক ওঠানামা বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে করে তুলেছে। তারা মনে করছেন, বড় বিনিয়োগকারীদের অপেক্ষমাণ মনোভাব, বিদেশি তহবিলের স্থবিরতা এবং রাজনৈতিক কিছুটা অনিশ্চয়তা...