বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দারুণ গোপনীয়তাই অবলম্বন করেছে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ যেন একাদশ আর কৌশল নিয়ে আঁচ পেয়ে না যায়। সেটা করতে গিয়ে প্রতিপক্ষ তো বটেই, গণমাধ্যমও টের পায়নি দল কেমন হবে। রুদ্ধদ্বার অনুশীলন অনেক আগে থেকেই চলে আসছে বাংলাদেশের ফুটবলে। তবে অতীতে অনুশীলন শেষে মুখপাত্র দেওয়া হতো সাক্ষাতকারের জন্য। এবার সেটাও হয়নি অনেক দিনই। ম্যাচের আগেও যে কথা বললেন কোচ হাভিয়ের কাবরেরা, তাতে একাদশের আঁচ পাওয়া গেল সামান্যই। তবে শেষ কিছু ম্যাচ আর দলের কম্বিনেশন মাথায় রাখলে একটা আঁচ পাওয়া যায় আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়েছিলেন কোচ। আজও তার ব্যত্যয় ঘটবে বলে ইঙ্গিত মিলছে না। রক্ষণে তপু বর্মনের খেলা নিয়ে শঙ্কা আছে। তাই তাকে ছাড়াই নামতে পারে বাংলাদেশ।...