শান্তিরক্ষা মিশনের অন্তত এক চতুর্থাংশ সদস্য আগামী কয়েক মাসে কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। ভবিষ্যতে মার্কিন তহবিল প্রাপ্তির অনিশ্চয়তা এবং বর্তমান আর্থিক সংকটের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষীদের প্রায় এক-চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক সংকট এই সিদ্ধান্তের মূল কারণ। বর্তমান আর্থিক ঘাটতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা রয়েছে। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রায় ২৫ শতাংশ শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। ফলে ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ ছাঁটাইয়ের আওতায় পড়বেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা যুক্তরাষ্ট্র। মোট তহবিলের ২৬ শতাংশের বেশি দিয়ে থাকে দেশটি। চীন...