পুরো ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। নিজেদের ব্যালট বক্সে ভোট টানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছুটছেন অনুষদ থেকে অনুষদে। বাদ যাচ্ছে না ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, চায়ের দোকান কিংবা হলও। যেখানেই শিক্ষার্থীদের দেখা মিলছে, করছেন কুশল বিনিময়, চাইছেন ভোটারদের ভোট ও দোয়া। শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। প্রচারপত্রে ভিন্নতা এনেছেন কোনো কোনো প্রার্থী। এরই মধ্যে বুধবার বিকালে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। একই দিন ৮ দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেলও। দুই প্যানেলের নির্বাচনী ইশতেহারেই প্রাধান্য পেয়ছে আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি। ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম...