আওয়ামী লীগ সরকারের আমলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং সারাদেশে ১০০টির অধিক প্রকল্পের কাজ করেছে। এগুলোর মধ্যে অধিকাংশই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা প্রকল্প। কোনো প্রকল্প প্রস্তুত হতেই বশির আহমেদ এসে হাজির হতেন। অবস্থা এমন যে, প্রকল্প তৈরিই হয় যেন তার জন্য। সেখানে টেন্ডারবাজি হতো না, হতো 'বশিরবাজি'। বশির আহমেদের উত্থানের গল্পও বেশ চমকপ্রদ। স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের ছেলে বশির আহমেদের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায়। একাত্তরে বিতর্কিত ভূমিকা পালনকারী এক ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে প্রায় তিন দশক আগে ঠিকাদারি কাজ শুরু করেন বশির। বহু বছর তিনি ছোটখাটো প্রকল্পের ঠিকাদারি করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হলে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সখ্য গড়ে তোলেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে। তখন তার ঠিকাদারি জেলা ছাড়িয়ে বিস্তৃত হতে থাকে...