জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্ট যৌথভাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মানসিক স্বাস্থ্যই মানবাধিকার’।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সমাজকর্ম বিভাগের সামনে থেকে র্যালি শুরু হয়ে শান্ত চত্বর ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মহসিন রেজা এবং উপস্থাপনকারী ছিলেন কে এম যাবের নোমার।সভায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. মহসীন রেজা বলেন, ‘মানসিক স্বাস্থ্য কেবল নিজের নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার ও আত্মীয়...