বছরের অন্যতম বড় ভারতীয় চলচ্চিত্র ‘ওয়ার ২’। প্রেক্ষাগৃহেও বেশ দাপট ই দেখিয়েছে সিনেমাটি। হৃতিক রোশন অভিনীত এই ছবিটি এখন দেখা যাচ্ছে অনলাইনে, ওটিটি প্ল্যাটফর্মে। ভারতের এই বছরের সবচেয়ে বড় থিয়েট্রিকাল রিলিজগুলোর একটি ছিল ‘ওয়ার ২’। যদিও মিশ্র প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে ছবিটি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি, তবুও এটি সফলভাবে বলিউডে জুনিয়র এনটিআর-এর আত্মপ্রকাশ ঘটিয়েছে। হৃতিক রোশন অভিনীত এই ছবিটি যশ রাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্স-এর অংশ। বহুল কাঙ্খিত ‘ওয়ার ২’ ইতিমধ্যে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে এসে গেছে। ৮ অক্টোবর দিবাগত রাত থেকেই হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানি অভিনীত এই চলচ্চিত্রটি দেখা যাচ্ছে হিন্দি, তেলেগু ও তামিল ভাষায়। নেটফ্লিক্সের বাংলাদেশি গ্রাহকরাও দেখতে পারছেন সিনেমাটি। এরইমধ্যে বাংলাদেশে ট্রেন্ডিংয়ে ১০ এর মধ্যে স্থান করে নিয়েছে ‘ওয়ার ২’। ছবিটি পরিচালনা করেছেন...