ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবরে গাজায় আনন্দের জোয়ার নেমে এসেছে। কেউ আনন্দে কাঁদছেন, কেউ গান গাইছেন, নাচছেন, কেউ বা বাঁশি বাজিয়ে উল্লাস প্রকাশ করছেন। চারদিকে শোনা যাচ্ছে ‘আল্লাহু আকবর’ ধ্বনি। গাজার বাসিন্দা ও পাঁচ সন্তানের মা ঘাদা জানান, খবরটি শোনার পর থেকেই তিনি আনন্দে কেঁদে চলেছেন। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, হ্যাঁ, আমি কাঁদছি, কিন্তু এটা আনন্দের অশ্রু। মনে হচ্ছে, নতুন করে আবার জন্ম নিলাম। আশা করছি, এই ভয়াবহ যুদ্ধের শেষ হচ্ছে। ঘাদা বলেন, ইসরায়েলি বোমায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার পর গত ১৫ মাস ধরে তাঁবুতে বসবাস করছেন তিনি ও তাঁর পরিবার। গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন। ইসরায়েল, মিসর ও কাতার সঙ্গে সঙ্গে এতে সম্মতি জানায়,...