নিজস্ব প্রতিবেদক : বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন এক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধ্যায় রচিত হলো বুধবার। ভারত সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পরিদর্শন করেন মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (YRF) স্টুডিও, যেখানে তিনি সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও যশ রাজ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। স্টারমার জানান,“যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে ২০২৬ সালেই ব্রিটেনে তিনটি নতুন হিন্দি ছবির শুটিং শুরু হবে। এর মাধ্যমে ৩,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হবে।” তিনি আরও বলেন,“বলিউড আবার ব্রিটেনে ফিরছে— এটা শুধু সিনেমার জন্য নয়, বরং আমাদের দুই দেশের জনগণের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ। এটি হবে বিনিয়োগ, কর্মসংস্থান ও সৃজনশীলতা বিনিময়ের নতুন যুগ।” YRF-এর CEO অক্ষয় বিধানি বলেন,“ব্রিটেন সবসময়ই আমাদের হৃদয়ের খুব কাছে। আমাদের কালজয়ী ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)-এর শুটিং...