জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগকে ১ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর বিভাগ। ব্যাটে-বলে অল-রাউন্ড পারফর্মেন্স দেখিয়েছেন রংপুরের নাসুম আহমেদ, যিনি সদ্যই জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। যদিও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আকবর আলীর হাতে। আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৩ রানে অল-আউট হয় ঢাকা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ২ চার ৬ ছক্কায় ৬১ রানের ইনিংস। এছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ৪ ওভার বল করে ২৬ রানে ২ উইকেট শিকার করেছেন নাসুম। ২টি করে উইকেট নিয়েছেন আবু হাসিম এবং নাসির হোসেন। রান তাড়ায় নেমে ১ উইকেট এবং ১ বল হাতে রেখে...