আজ থেকে প্রায় তিন মাস আগে সিলেট-১ আসনে নিজেকে ‘হকদার’ দাবী করে মুরব্বীদের ইজাযত (অনুমতি) নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপির সিনিয়র নেতা আরিফুল হক চৌধুরী। তিন মাস পর, ৭ অক্টোবর, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়রের অবস্থান থেকে সিলেট-১ আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন। তিনি জানান, সংসদ সদস্য মনোনয়ন না পেলে সিটি মেয়র পদে তাকে ঘোষণা করতে হবে। অন্যকিছু হলে তিনি ‘আসসালাম’ বলেন। আরিফুল হক চৌধুরীর এই ‘আসসালাম’ বক্তব্য বিএনপিতে তোলপাড় সৃষ্টি করেছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ বিষয়ে মন্তব্য করছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সিলেট নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজার জামে মসজিদে ১১ জুলাই জুমার নামাজের আগে আরিফুল হক চৌধুরী মুরব্বিদের কাছে ইজাযত চান। তিনি বলেন, “এই এলাকার সন্তান হিসেবে আমি নিজেকে এ আসনে...