এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং ম্যাচের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। শুধু মাঠেই নয়, বড় পর্দায় মিলিত হয়ে একসঙ্গে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখার আয়োজন করেছে ফুটবলপ্রেমীরা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময রাত ৮টায়। মাঠের উত্তেজনা এবার শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। এই মহারণ সবাই মাঠে বসে দেখতে না পারলেও দলকে সমর্থন জানাতে একসঙ্গে মিলিত হয়ে ম্যাচটি উপভোগ করতে পারবেন। দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে লাইভ স্ক্রিনিং আয়োজন করা হয়েছে। যেখানে ফুটবলপ্রেমীরা মিলিত হয়ে দেশের জয়-পরাজয় দেখতে পারবেন। মোট ১০টি জায়গায় একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ পাবে দেশজুড়ে হাজার হাজার মানুষ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পেস্ট দিয়ে জানানো হয়েছে...