শেষ ওভারে জয়, হাতে মাত্র একটি উইকেট। এক কথায় রোমাঞ্চ ছড়িয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ঢাকা ও রংপুরের ম্যাচ।এলিমিনেটর ম্যাচে এমনই এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঢাকা বিভাগকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল রংপুর বিভাগ। সিলেটে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এই ম্যাচে রংপুরের নায়ক দুইজন- অধিনায়ক আকবর আলি ও স্পিন অলরাউন্ডার নাসুম আহমেদ। এই জুটি যখন ব্যাটিংয়ে আসে, তখন দল বলতে গেলে হারের মুখে। কিন্তু তাদের দৃঢ়তা আর বিচক্ষণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় রংপুর। প্রথমে ব্যাট করে ঢাকা বিভাগ ২০ ওভারে ১২৩ রানে অলআউট হয়। ইনিংসে একাই ঝড় তোলেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন। মাত্র ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি ছক্কা ও ২টি চার। তার ব্যাটে ভর করেই তিন অঙ্কে পৌঁছায় ঢাকা। বাকিদের ব্যাট ছিল নিষ্প্রাণ।...