হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার স্বপ্ন টিকে থাকবে দলের। তাই ম্যাচ নিয়ে আগ্রহ জন্মেছে বেশ। এই ম্যাচের আগে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাত মিলিয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার হয়েছে তারা। বাংলাদেশের সমর্থকরা দেশের মাটিতে দুটি ম্যাচ সরাসরি দেখতে পাবেন বঙ্গোতে। ৯ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের, এরপর ১৮ নভেম্বর খেলবে ভারতের বিপক্ষে। তবে এই ম্যাচগুলো দেখতে হলে দর্শকদের গুণতে হবে সাবস্ক্রিপশন ফি। একটি ম্যাচের সাবস্ক্রিপশন মূল্য ২৫ টাকা, আর দুই ম্যাচের প্যাকেজ ৪৫ টাকা। এই ম্যাচ টিভিতে দেখাবে দুটি চ্যানেল। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে এই দুই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।...