সরকারের ডাক বিভাগের বেদখল হওয়া সম্পত্তির তালিকা করা হয়েছে জানিয়ে সেগুলো উদ্ধারে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডাকবিভাগের অনেক জমি বেদখল হয়ে আছে জানিয়ে ফয়েজ আহমদ বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা ডাক বিভাগের মোট সম্পদের পাশাপাশি বেদখল সম্পদের তালিকা প্রস্তুত করেছি। দ্রুতই বিভাগীয় কমিশনার এবং ডিসিদের সমন্বয়ে ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।" ডাক বিভাগের ব্যবস্থাপনা আরো আধুনিক করতে ডাক ও কুরিয়ার আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন বিশেষ সহকারী। তিনি বলেন, "অ্যাড্রেস ম্যানেজমেন্ট ( ঠিকানা ব্যবস্থাপনা) এর বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমির জন্য উপযোগী...