বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যেসব রাষ্ট্রের দহরম-মহরম সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে এ দাবি জানান তিনি। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফটোসাংবাদিক শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মীর মুক্তির দাবিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়। আসাদুজ্জামান রিপন বলেন, ‘ফিলিস্তিনের গাজায় নিরীহ ও অসহায় মানুষদের সাহায্য করতে যাওয়া মানবাধিকার কর্মীদের ওপর যে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে, যার বিরুদ্ধে সারা বিশ্ব আন্দোলন করছে। কিন্তু ৯০ শতাংশ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে...