খবর টি পড়েছেন :২৭৯তিন বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ছবিটি সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেয়েছে ওই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি রুপির বাজেটে তৈরি ছবিটি তিন বছর ধরে নির্মাণ করেছেন পরিচালক ঋষভ শেট্টি।মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১ কোটি রুপি। আর পাঁচ দিনের মাথায় বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৪১৫ কোটিতে—এমনটাই উঠে এসেছে বক্স অফিস রিপোর্টে।উল্লেখযোগ্য যে, অতিমারির ঠিক পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। সে সময় শুধু ছবিই নয়, ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টিও উঠে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সফলতা পেয়েও তিনি পেছনে সরে যান, তিন বছরের বিরতি নেন। সেই বিরতির পর আবারও একই রকম সাড়া ফেলেছেন...