২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ষড়যন্ত্রমূলক রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর কার্যত দলের শীর্ষনেতৃত্বে আসীন হন তারেক রহমান। বরাবরই রাজনীতিতে তারেক রহমান ভিন্ন আলোয় উজ্জ্বল।বিশেষ করে পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সমরসৈনিক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নচারী রাষ্ট্রকল্পনা এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘আপসহীন রাজনীতির’ যৌথ সমন্বয়ের নবতর সংযোজন এনেছেন তিনি। এই বিন্যাস ধীরে ধীরে আরও শক্তিমান হয়ে উঠেছে বিগত বছরগুলোয়। ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য পদ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বিগত দুই যুগ ধরে আলোচিত এক অধ্যায়ের নাম। যিনি রাজনীতির প্রধান চরিত্র হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার পেছনে তার সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার দিকটিই বেশি প্রাসঙ্গিক। পাশাপাশি রয়েছে রাজনীতিতে নতুন নৈতিকতার অনুসন্ধানও। বিশেষত, ২০২৪ সালের...