প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিকের ‘বিবর’ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটির গল্প লিখেছেন দেওয়ান নাজমুল। সংলাপ রচনা করেছেন বাবুল রেজা। এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। দ্বৈতভাবে গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান, সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।আরো পড়ুন:‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’স্ত্রীকে জোর করে ধর্মান্তর করার অভিযোগে মুখ খুললেন সংগীত পরিচালক ‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’ স্ত্রীকে জোর করে ধর্মান্তর করার অভিযোগে মুখ খুললেন সংগীত পরিচালক পরিচালক সায়মন তারিক বলেন,...