অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসায় বেন গভিরের ১১তম সফর, যেখানে ইসলামের তৃতীয় পবিত্র স্থান রয়েছে। মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই বেন গভির দাবি করলেন যুদ্ধ জয়ের। বললেন, আল-আকসা এখন ইসরাইলের। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আর সেই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সৌদি আরব, জর্ডনসহ একাধিক দেশ গভিরের এই দাবির কড়া নিন্দা করেছে। বেন-গভিরের এই আগ্রাসী মন্তব্য এমন সময় ঘটল, যখন মুসলিম বিশ্ব বারবার আল-আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে। তার এই সফরকে ফিলিস্তিনি ও আরব নেতারা নতুন করে উসকানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব।’ ফিলিস্তিনি...