গাজায় ইসরাইলের যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় উল্লসিত ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দারা রাস্তায় নেমে উদযাপন করতে শুরু করে। খবর আল জাজিরার।ইসরাইলি আক্রমণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনায় স্বস্তি প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা।গাজার বাসিন্দা খালেদ শাত বলেন, ‘এই মুহূর্তকে ঐতিহাসিক বলে মনে হচ্ছে, ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার ক্ষণ। কিছুক্ষণ আগে রাস্তায় আমরা যে উচ্ছ্বাস দেখেছিলাম তা গণহত্যা গণহত্যা থেকে মুক্তির আনন্দে।’স্থানীয় বাসিন্দা আবদুল মাজিদ আবদ রাব্বো বলেন, ‘পুরো গাজা উপত্যকাই এই ঘোষণায় উল্লসিত।’তিনি আরো বলেন, ‘সমস্ত আরব জনগণ, এমনকি পুরো বিশ্বই এই যুদ্ধবিরতি এবং রক্তপাতের অবসানকে স্বাগত জানাচ্ছে।’ খান ইউনিসের নাসের হাসপাতালের কাছেও ভোররাতের অন্ধকারে মানুষ জড়ো হয়ে হাততালি ও উল্লাসধ্বনিতে উদযাপন করেন এই শান্তির ঘোষণা।যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত...