বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, পাসপোর্টে ফের ইসরায়েলকে বাদ দিতে হবে। ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক করা যাবে না।ইসরায়েলের সঙ্গে যেসব রাষ্ট্রের দহরম-মহরম সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফটো সাংবাদিক শহিদুল আলমসহ সব মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ ও অসহায় মানুষদের সাহায্য করতে গিয়ে মানবাধিকার কর্মীদের ওপর যে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এর আমরা তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে, যার বিরুদ্ধে সারা পৃথিবী আন্দোলন করছে। কিন্তু ৯০ শতাংশ মুসলমান...