যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে তাঁর প্রশাসনের ২০ দফা পরিকল্পনা ঘোষণার দিনটিকে 'মহান দিন' বলে অভিহিত করেছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। পরিকল্পনার মূল দিক ও বিতর্কিত শর্তট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ধীরে ধীরে ইসরাইল বাহিনীকে প্রত্যাহারের পাশাপাশি মুক্তি পাবে উভয়পক্ষের সব জিম্মি। তবে এ চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ হলো হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব, যেখানে গাজার প্রশাসনে আর কোনো ভূমিকা থাকবে না তাদের। নতুন প্রশাসন: এর পরিবর্তে গাজা পরিচালনায় ট্রাম্পের নেতৃত্বে থাকবে 'বোর্ড অফ পিস'। সঙ্গে নেতৃত্বে থাকবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অর্থনৈতিক উন্নয়ন: এই বোর্ড গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করবে। করা হবে একটি স্পেশাল ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ ও বাণিজ্যে বিশেষ সুবিধা দেওয়া হবে। ফিলিস্তিনি...